কেন্দ্রীয় বাহিনী আসার তীব্র বিরোধিতা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী আসার তীব্র বিরোধিতা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। শনিবার বিকেল চারটা নাগাদ দিনহাটা ২নং ব্লকের সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি কর্মীসভা থেকে কেন্দ্রীয় বাহিনী আসার তীব্র বিরোধিতা করে কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা করলেন মন্ত্রী উদয়ন।
এদিন ভারতীয় সংবিধানের কথা উল্লেখ করে কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা করেন মন্ত্রী। মন্ত্রী জানান সংবিধান অনুসারে প্রত্যেকটি রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সেই রাজ্যের প্রশাসনের। নির্বাচন কমিশন এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি অথচ তার আগেই একতরফা ভাবে পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়ে কেন্দ্র সরকার ভয়-ভীতি প্রদর্শন করতে চাচ্ছে।
মন্ত্রী আরও সংযোজন করেন যে যারা সীমান্তে থাকেন তারা প্রতিনিয়ত কেন্দ্রীয় বাহিনীর চোখ রাঙানি উপেক্ষা করে তাদের চলাফেরা করতে হয়, তাই তারা যদি মনে করেন কেন্দ্রীয় বাহিনী আগাম পাঠিয়ে দিয়ে রুটমার্চ করে ভয়-ভীতি প্রদর্শন করবে তাহলে ভুল করছেন। পাশাপাশি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক কেও কটাক্ষ করেন মন্ত্রী উদয়ন।
উল্লেখ্য লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও আজ কোচবিহারে এসে পৌঁছেছে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এবং আজ থেকেই তারা কোচবিহারের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করবে। আর কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই উদয়নের গলায় এমন সুর শুনে চর্চা রাজনৈতিক মহলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊