শেষ ওভার থ্রিলার, হায়দ্রাবাদকে বিরুদ্ধে ৪ রানের রুদ্ধশ্বাস জয় কলকাতার

KKR vs SRH


টান টান ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। আজ কলকাতা ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪ এ কলকাতা ও হায়দ্রাবাদ মুখোমুখি হয়। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল কলকাতা। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস হারে কেকেআর দলনায়ক শ্রেয়স আইয়ার। টস জিতে হায়দরাবাদ দলনায়ক প্যাট কামিন্স শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআরকে। টস হেরে শুরুতে ব্যাটিং করে কলকাতা।




প্রথম ব্যাটিং করে স্কোরটা ভালোই দাড় করিয়েছিল কলকাতা নাইট। কেকেআরের হয়ে ওপেন করতে নামেন সুনীল নারিন। হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন সল্ট। দ্বিতীয় ওভারেই ফেরেন নারিন। নারিন ৪ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। রমনদীপ ৩৫, রিঙ্কু ২১ করেন। তবে ওপেনার সল্টের ৫৪ ও রাসেলের ৬৪ রানের দুর্দান্ত ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকে কলকাতাকে। আর কেউই তেমন ভালো মতো জ্বলে উঠতে পারেননি। শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে কলকাতা।



জবাবে ব্যাট করতে নেমে ভালোই খেলছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। ময়ঙ্ক ৩২, অভিষেক ৩২, ত্রিপাটি ২০, মার্ক্রাম ১৮, সামাদ ১৫, সাহজাদ ১৬ রান করেন। তবে হায়দরাবাদের হয়ে দুর্দান্ত একটা ইনিংস উপহার দিলেন ক্লাসেন। ২৯ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এনরিখ ক্লাসেন। ১৯তম ওভারে মিচেল স্টার্কের বলে ৩টি ছক্কা মারেন ক্লাসেন। ১টি ছক্কা মারেন শাহবাজ। ওভারে ২৬ রান ওঠে। ক্লাসেনের দুরন্ত ব্যাটিং চাপে ফেলে দিয়েছিল নাইট শিবিরকে। ১৯.৫ ওভারে হর্ষিত রানার বলে সুয়াস শর্মার হাতে ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ২৯ বলে ৬৩ রান করেন তিনি। মারেন ৮টি ছক্কা। তখন দরকার ১ বলে ৫। অধিনায়ক কামিন্স শেষ বল খেলতে নামলেও শেষমেষ মিস করেন বল। জয়ী হয়ে যায় কলকাতা। শেষ ওভারের থ্রিলারে ৪ রানের রুদ্ধশ্বাস জয় কলকাতার।