উধাও প্রশ্নপত্রের প্যাকেট, স্থগিত ISC-র সাইকোলজি পরীক্ষা, কবে হবে?

ISC exam



পরীক্ষার ২৪ ঘন্টা আগে হঠাৎই উধাও প্রশ্নপত্রের প্যাকেট ফলে পরীক্ষা বাতিল হল ISC এর সাইকোলজি বিষয়ের পরীক্ষা। আগামিকাল অর্থাৎ ২৭ মার্চ ISC এর সাইকোলজি বিষয়ের পরীক্ষা ছিল কিন্তু প্রশ্নপত্র উধাও হয়ে যাওয়ার কারণে বাতিল হল সেই পরীক্ষা। বিজ্ঞপ্তিতে সিআইএসসিই জানিয়েছে, প্রশ্নপত্রের প্যাকেট খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে দ্বাদশ শ্রেণির সাইকোলজির পরীক্ষা হচ্ছে না।


পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট উধাও হওয়ায় নতুন প্রশ্নপত্রে হবে পরীক্ষা তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বোর্ড। পাশাপাশি জানানো হয়েছে আগামী ৪ঠা এপ্রিল সাইকোলজি বিষয়ের পরীক্ষা হবে।


প্রশ্নপত্র হারিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরীক্ষার ২৪ ঘণ্টা আগে কীভাবে প্রশ্নপত্র হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আচমকা পরীক্ষা বাতিল হওয়ায় বিপাকে কয়েক হাজার পড়ুয়া। ইতিপূর্বে কেমিস্ট্রি পরীক্ষাও স্থগিত হয়েছিল।