Latest News

6/recent/ticker-posts

Ad Code

গুজরাট টাইটানসের বিরুদ্ধে দাপুটে জয় চেন্নাই সুপার কিংসের

গুজরাট টাইটানসের বিরুদ্ধে দাপুটে জয় চেন্নাই সুপার কিংসের

CSK vs GT


দাপুটে জয় চেন্নাই সুপার কিংসের। আজ চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জেতে গুজরাট টাইটানস। টস জিতে গুজরাট দলনায়ক শুভমন গিল শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম চেন্নাইকে।



রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথম ওভারেই জীবন দান পান চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এদিন দুর্দান্ত খেলেন দুই ওপেনারই। দুজনই ৪৬ রানের ইনিংস খেলেন। হাফ সেঞ্চুরি হাঁকান শিবম দুবে। মিচেল ২৪, রিজভি ১৪, রাহানে ১২ ও জাদেজার ৭ রানের ওপর ভিত্তি করে ২০৬ রানের স্কোর গড়ে চেন্নাই।



জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রানে গুটিয়ে যায় গুজরাট টাইটানস। গুজরাটের হয়ে সাঁই ৩৭, সাহা ও মিলার ২১ রান করে করেন। আর কেউই তেমন কোনো স্কোর গড়তে পারেননি। সব মিলিয়ে ১৪৩-এ আটকে চেন্নাই সুপার কিংসের কাছে ৬৩ রানে হেরে যায়। চেন্নাইয়ের হয়ে তাহার, মুস্তাফিজার ও তুসার দুটি করে উইকেট নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code