Latest News

6/recent/ticker-posts

Ad Code

বছর ৩ এর বিস্ময় বালক ! গীতার শ্লোক বলে দিচ্ছে অনর্গল

বছর ৩ এর বিস্ময় বালক ! গীতার শ্লোক বলে দিচ্ছে অনর্গল


mother and child



বারাবনি ব্লকের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসকিয়ারি গ্রামে প্রায় তিন বছরের শিশুর মুখে গীতার স্লোক। বিশ্বের সমস্ত দেশের নাম, তাদের রাজধানির নাম, পুরানের নাম, সব অনায়াসে বলে দিচ্ছে বছর ৩ এর অনুরাগ মন্ডল। আর এই বিস্ময় বালক এবার স্বীকৃতি পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ।

অনুরাগের বাবা কাঞ্চন মন্ডল সিভিক ভলান্টিয়ার, মা রিতা মন্ডল গ্রাম পঞ্চায়েতের সাধারণ কর্মী। ছেলের এই প্রতিভায় তারা যেমন বিস্মিত তেমনি খুশিও ছেলের এই স্বীকৃতিতে।

কিছুদিন আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ডাকের মধ্যামে মানপত্র পাঠানো হয়। আর এর পরেই গ্রাম জুড়ে হইচই পড়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code