মহিলা ভলিবল জেলাভিত্তিক খেলায় রানার্স আপ জলপাইগুড়ি 

Women's Volleyball



তিন মহিলা ভলিবল খেলোয়াড়ের অসুস্থতার কারণে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারল না জলপাইগুড়ি মহিলা ভলিবল।

কোচবিহারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলাতে তিন মহিলা ভলিবল খেলোয়াড়ের অসুস্থতার জন্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারল না জলপাইগুড়ি মহিলা ভলিবলের খেলোয়াড়রা। তবে রানার্স আপ এর শিরোপা অর্জন করে ফেলল জলপাইগুড়ি মহিলা ভলিবল টিম। 

কোচবিহারে অনুষ্ঠিত মহিলা ভলিবল জেলাভিত্তিক খেলায় জলপাইগুড়ি মহিলা ভলিবল কোচিং সেন্টারের মেয়েরা রানার্স আপ হয়েছে । 

এ বিষয়ে কোচ সুব্রত সাহা বলেন আরও একটি রাজ্য পর্যায়ের খেলা আছে সেখানে তারা আরও ভালো ফল করবে আমি আশাবাদী।