Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাদুকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে চালান, তারপরই নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের!

মাদুকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে চালান, তারপরই নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের!

Donald Trump, Venezuela Crisis, Nicolas Maduro Arrested, Acting President of Venezuela, US Military Action, Venezuela Oil, Delcy Rodriguez, Narco-terrorism, International News, ডোনাল্ড ট্রাম্প, ভেনেজুয়েলা, নিকোলাস মাদুরো, মার্কিন হামলা, তেলের রাজনীতি।


আন্তর্জাতিক ডেস্ক: নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার ও আমেরিকায় নিয়ে যাওয়ার পরই ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ কি তবে সরাসরি হোয়াইট হাউসের হাতে? জল্পনা উস্কে দিয়ে এবার নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ (Acting President of Venezuela) হিসেবে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ নিজের একটি ছবি পোস্ট করে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

পিটিআই (PTI) সূত্রে খবর, রবিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজের অফিসিয়াল পোট্রেট শেয়ার করেন। সেখানে নিজেকে "ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, 'ইনকামবেন্ট জানুয়ারি ২০২৬'" হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে ওই পোস্টে তিনি নিজের পরিচয় দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, যিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন।

ট্রাম্পের এই বিতর্কিত পোস্টটি এসেছে ভেনেজুয়েলায় আমেরিকার বড়সড় সামরিক অভিযানের ঠিক পরেই। চলতি মাসের শুরুতেই আমেরিকা ভেনেজুয়েলায় একটি "লার্জ স্কেল" বা বড় ধরণের সামরিক হামলা চালায়। সেই অভিযানেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, তাঁদের দুজনকে বিমানে করে সরাসরি নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁদের বিরুদ্ধে ‘নারকো-টেররিজম’ বা মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের অভিযোগ গঠন (indictment) করা হয়েছে।

মাদুকে সরানোর পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রী ডেলসি রদ্রিগেজকে গত সপ্তাহে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ানো হয়েছে। তবে ট্রাম্প সাফ জানিয়েছেন, যতক্ষণ না ভেনেজুয়েলায় নিরাপদ ও সঠিক ক্ষমতার হস্তান্তর হচ্ছে, ততক্ষণ আমেরিকা দেশটি চালাবে। ট্রাম্পের কথায়, "আমরা এমন কারও হাতে ভেনেজুয়েলার ক্ষমতা ছাড়তে পারি না, যার মনে ভেনেজুয়েলার জনগণের স্বার্থ নেই।"

এরই মধ্যে ভেনেজুয়েলার বিপুল তেলের ভাণ্ডারের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ স্পষ্ট হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ আমেরিকাকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল "উচ্চ-মানের এবং অনুমোদিত তেল" হস্তান্তর করবে। এই তেল বাজারদরে বিক্রি করা হবে।

ট্রাম্প বলেছেন, "এই অর্থ আমি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিয়ন্ত্রণ করব, যাতে তা ভেনেজুয়েলা এবং আমেরিকা—উভয় দেশের জনগণের কাজে লাগে।" তিনি ইতিমধ্যেই আমেরিকার এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটকে স্টোরেজ শিপ পাঠিয়ে অবিলম্বে এই তেল আমেরিকায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code