Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bank Holiday: এপ্রিলে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা! ব্যাঙ্কে যাওয়ার আগে জেনেনিন

Bank Holiday: এপ্রিলে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা! ব্যাঙ্কে যাওয়ার আগে জেনেনিন




Bank Holiday: নতুন আর্থিক বছর শুরু হবে এপ্রিল থেকে। আর এই এপ্রিল মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ! তাই ব্যাঙ্কে যাওয়ার আগে জেনেনিন কোন কোন দিন বন্ধ থাকবে।


রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকে। আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার। তাই এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হয়ে থাকে। এপ্রিলে কোন তারিখে কোন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল সেই তালিকা।


১ এপ্রিল বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সারা দেশে নয়। ব্যাঙ্ক খোলা থাকবে চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, হিমাচল প্রদেশ, মেঘালয় ও বাংলায়।


৫ এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিনে তেলেঙ্গানা ও জম্মুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


৯ এপ্রিল গুড়ি পরওয়া, উগাড়ি উৎসব, তেলুগু নববর্ষ, সাজিবু নংমাপানবা, প্রথম নবরাত্র এমনই নানা কারণে ছুটি থাকবে একাধিক রাজ্যের ব্যাঙ্কে। তালিকায় থাকা রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, গোয়া, জম্মু ও কাশ্মীর।


১০ এপ্রিল ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে বোহাগ বিহু, চেইরাওবা, বৈশাখী ও বিজু উৎসব উপলক্ষে।


১৩ এপ্রিল দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাঙ্ক বন্ধ।


১৫ এপ্রিল বোহাগ বিহু ও হিমাচল দিবস উপলক্ষে এদিন বন্ধ থাকবে অসম ও হিমাচলপ্রদেশের ব্যাঙ্ক।


১৬ এপ্রিল রামনবমী (Ram Navami) উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


২০ এপ্রিল গরিয়া পুজো উপলক্ষে ত্রিপুরায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।


২৭ এপ্রিল চতুর্থ শনিবার হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


এছাড়াও এই মাসে পাঁচটি রবিবার অর্থাৎ ৩, ১০, ১৪, ২১, ২৮ এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code