Arjun Singh : তৃণমূল ছাড়তে চলেছে অর্জুন সিং? তুঙ্গে জল্পনা
আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। টিকিট না পেয়ে রবিবার থেকেই বেসুরে বাজছেন অর্জুন সিং। আর তাই অর্জুন সিং-কে ঘিরে চলছে জল্পনা। আর সেই জল্পনা আরও তীব্র পেল যখন নিজের অফিস থেকে সরিয়েই ফেললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আক্ষেপ করে বললেন, 'তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'।
অর্জুন জানিয়ে দিলেন, 'কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই"। এরপরেই আরও জল্পনা তুঙ্গে। টিকিট না পেয়ে কি তবে আবার ফিরছেন বিজেপিতে? এই প্রশ্ন এখন রাজনীতির আঙিনায় আনাচে কানাচে উত্তর খুঁজছে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বললেন, 'দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'। আরও বড় আক্ষেপ, 'দেড় বছর আমার নষ্ট হয়ে গেল' ।
প্রসঙ্গত ১০ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেই তালিকায় ঠাঁই পেয়েছে নবীন থেকে প্রবীন, যুব ও তৃণমূল কংগ্রেসের পুরোনো সদস্য। এমনকি বিজেপি ছেড়ে আসা নেতাও টিকিট পেয়েছেন কিন্তু টিকিট পাননি অর্জুন সিং। তাই ক্ষোভে ফুঁসছে অর্জুন সিং।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊