মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মহিষাসুরমর্দিনী সাথে তুলনা করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

Kirti Azad


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বর্ধমানের মা সর্ব্বমঙ্গলা মন্দিরে পূজো দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মহিষাসুরমর্দিনী সাথে তুলনা করলেন বর্ধমান দূর্গাপুর লোক সভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। গত কাল ব্রিগেড সমাবেশ থেকে রাজ্যের ৪২ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বর্ধমান দূর্গাপুর লোক সভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে আজ বর্ধমানের অধিষ্ঠিত মন্দির মা সর্ব্বমঙ্গলা মন্দিরে পূজো দিলেন প্রার্থী। এরপর দেওয়াল লিখনের মধ্যদিয়ে ভোট প্রচারে নামেন প্রার্থী।




 সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বলেন আজ মা সর্ব্বমঙ্গলা মায়ের পূজো দিলাম। কেন্দ্র সরকার বাংলার সাথে সতেলা ব্যবহার করছে।সব মিলিয়ে ৪লক্ষ সাত হাজার কোটি টাকা পায় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ একটা ছোটো ভারত।একশো দিনের কাজের টাকা এখনো কেন্দ্র সরকার দেয়নি।অথচ রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দিয়েছে। মহিষাসুরমর্দিনী তো এখানে দেখছেন। আসলে মহিষাসুরমর্দিনী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।যিনি আমাদের মনের ভিতর বিরাজ করছেন।



এর পর তিনি বিজেপি সাংসদ সুরেন্দ্রর সিং আলুঅহলীয়ার বিষয়ে বলেন সুরেন্দ্রর সিং আলুঅহলীয়া আমার বড়ো ভাইয়ের মতো। কিন্তু আমিও আস্তে আস্তে ওনার চেহারা ভুলতে চলেছি। এখানকার মানুষ জন বলেন সুরেন্দ্রর সিং আলুঅহলীয়ার লা পাতা পোস্টার লাগিয়েছেন। সাংসদ এলাকার অসম্পূর্ণ কাজ গুলো তিনি সম্পূর্ণ করবেন বলে জানান কীর্তি আজাদ।