তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি গুলি চালানো এবং খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ

তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি গুলি চালানো এবং খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ


দিনহাটা:

নিশীথ গড় ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি গুলি চালানো এবং খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ভেটাগুড়ি রুয়েরকুঠি এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায় গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতি ভেটাগুড়ি ১ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাত সাড়ে বারোটা নাগাদ বোমাবাজি করে এবং গুলি চালায় বলেও অভিযোগ, আওয়াজ পেয়ে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে এলে লক্ষ্য করেন বাইরে থাকা একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে তৎক্ষণাৎ পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় দমকল ও দিনহাটা থানায়।

প্রায় এক ঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা পাশাপাশি দিনহাটা থানার পুলিশ কর্মীরা পৌঁছে তাজা বোমা গুলি নিষ্ক্রিয় করে উদ্ধার করে এবং বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা।

রুইয়েরকুঠি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন দিনহাটা এক নম্বর মন্ডলের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল বিজেপির কনভেনর অজিত মহন্ত। তিনি বলেন মিথ্যে অভিযোগ করা হয়েছে।