বিএসএফ এর রাবার বুলেটে আহত এক বাংলাদেশী গরু পাচারকারী

bangladesh border

সিতাই:

সিতাই ব্লকের দক্ষিণ বরথরে বিএসএফ এর রাবার বুলেট এ আহত এক বাংলাদেশী গরু পাচারকারী।

মঙ্গলবার দুপুরে নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য জানান যে গতকাল রাতে চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরথর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় ৭৫ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা বাঁধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জওয়ানদের আক্রমণ করে। সেই সময় আত্মরক্ষার্থে এক বিএসএফ জওয়ানের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে এক বাংলাদেশী গরু পাচারকারী। লিটনের বাড়ি বাংলাদেশের আদিতমারী থানার দুর্গাপুর এলাকায়।

গতকালের এই ঘটনায় থমথমে পরিস্থিতি দক্ষিণ বরথরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাজুড়ে। বর্তমানে আহত বাংলাদেশি ওই গরু পাচারকারী কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত।