ভোট-সন্ত্রাসের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের



Election

ভোট-সন্ত্রাসের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের। আজ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটে সন্ত্রাস রুখতে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনএর পাশাপাশি আরও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন।

সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। প্রকাশ করা হয়েছে একটি নম্বরও । ১৯৫০-এ ফোন করে জানানো যাবে অভিযোগ। কোনওরকম অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে, আশ্বাস দিল নির্বাচন কমিশন। কারও বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা থাকলে ব্যবস্থা নেবে কমিশন। সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ব্যবস্থা নিতে হবে ডিএম-এসপিদের, মন্তব্য কমিশনের তরফে । ভোটের কাজে অস্থায়ী, চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করে যাবে না বলেও নির্দেশ দিল কমিশন।

কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও ভাবেই ভোটে হিংসা বরদাস্ত করা হবে না। এব্যাপারে কড়া হতে হবে জেলা প্রশাসনকে। কমিশনের বার্তা, পেশিশক্তি, বেআইনি অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি ভঙ্গকারী সবথেকে বড় চ্যালেঞ্জ। তাই ভোটে সন্ত্রাসের কোনও জায়গা থাকবে না। ভোটের আগে, কিংবা ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে বার্তা দিল কমিশন।