প্রায় ৩০ বছর পর নতুন করে সাজতে চলেছে বর্ধমান বংশগোপাল টাউন হল অডিটরিয়াম

Burdwan news




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

বর্ধমান পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ বছর পর নতুন করে সাজতে চলেছে বর্ধমান বংশগোপাল টাউন হল অডিটরিয়াম। অডিটরিয়ামের ভিতরে বসানো হবে অত্যাধুনিক আলোক সজ্জা। নতুন করে করা হবে মঞ্চ,যাতে একসঙ্গে ২০-২৫ জন শিল্পী নৃত্য পরিবেশন করতে পারে। বসানো হবে শীত তাপ নিয়ন্ত্রীত যন্ত্র। নতুন করে করা হবো শৌচাগার। যা ভিন রাজ্যের মানুষজনের কাছে চমকে ওঠার মতো সাজিয়ে তোলা হবে শতাধিক বছরের বেশি এই বংশগোপাল টাউন হলের।




প্রায় ১৮৯৪ সালের এই টাউন হল অডিটরিয়ামটি করেন তৎকালীন রাজ পরিবার।এই টাউন হল অডিটরিমে আসেন বহু বড়ো বড়ো মনীষীরা।১৯৯৪ সালে তৎকালীন সিপিএম পরিচালিত বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সংস্কার করা হয়। এরপর থেকে কোনো সংস্কার না হওয়াতে ছাদের চাঙ্গর খসে পড়ছিলো। ভেঙ্গে পড়ছিলো মঞ্চের সাজসজ্জা। অডিটরিয়ামের ভিতরে আলো কম থাকায় ঠিক ভিবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতেন না অনুষ্ঠান কারিরা।ধীরে ধীরে টাউনহল থেকে মুখ ফেরাতে শুরু করতে থাকে অনুষ্ঠান কারির। 



বর্তমানে টাউন হলের চাহিদা বাড়াতে ৩কোটি ৩৭ লক্ষ্য টাকা ব্যায়ে ফের নতুন করে সংস্কার করতে চলেছে তৃণমূল পরিচালিত বর্ধমান পৌরসভা।প্রায় দেড়শো বছরের কাছাকাছি এই টাউন হলটি হেরিটেজ বিল্ডিং হওয়ার কারনে বিল্ডিংএর বাইরে কোনো বড়ো কাজ করতে পারবে পৌরসভা।তবে ভিতরের কাজে যে কোনো খামতি রাখবে সে বিষয়ে খোলসা করেন পৌরপতি পরেশ চন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস।