বাংলাতেও ৭ দফায় হবে লোকসভা ভোট, কবে কোথায় জানুন বিস্তারিত



বাংলাতেও ৭ দফায় হবে লোকসভা ভোট, কবে কোথায় জানুন বিস্তারিত। একদফায় নির্বাচন রয়েছে অরুণাচলপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদর ও নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, কেরল, লক্ষদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচ্চেরী, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডে। দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুরে। তৃতীয় দফায় নির্বাচন ছত্তীসগঢ়, অসমে। চতুর্থ দফায় ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে। পঞ্চম দফায় নির্বাচন মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে। সপ্তম দফায় নির্বাচন উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে। 



১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা ভোট, প্রথম দফায় উত্তরবঙ্গে ৪ কেন্দ্রে ভোট , ১৯ এপ্রিল বাংলায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট অনুষ্ঠিত হবে। 



২৬ এপ্রিল: দ্বিতীয় দফায় লোকসভা ভোটে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট অনুষ্ঠিত হবে। 



৭ মে: তৃতীয় দফায় লোকসভা ভোটে বাংলায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুরে ভোট অনুষ্ঠিত হবে। 



১৩ মে: চতুর্থ দফায় লোকসভা ভোট হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূমে ।



২০ মে: পঞ্চম দফায় লোকসভা ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, হাওড়া. উলুবেড়িয়া, হুগলিতে। 


২৫ মে: ষষ্ঠ দফায় লোকসভা ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুকে। 



১ জুন: সপ্তম দফায় লোকসভা ভোটে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুরে ভোটগ্রহণ হবে।