শিক্ষকের বাড়িতে আর এক শিক্ষকের আচমকাই হানা, প্রাণ হারালেন এক মহিলা, আহত ৩
ভরদুপুরে রানীনগরে খুন হলেন এক মহিলা। মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় শিক্ষকের আক্রমনে খুন হলেন এক মহিলা। ওই ঘটনায় জখম আরো তিনজন।
মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম । প্রতিবেশী আরেক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাঁসুয়া নিয়ে হঠাৎই এলোপাথাড়ি আক্রমন করে। ওই ঘটনায় এক মহিলা ঘটনাস্থলেই মারা যায়। পাশাপাশি ওই একই বাড়ির কাজের মহিলা সহ আরো দুজন গুরুতরভাবে জখম হয়।
ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন ছুটে গেলে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম ঘটনাস্থল থেকে হাঁসুয়া হাতে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।
প্রতিবেশীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি গোপনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে রিজিয়া বিবিকে (৩৪) মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয়।
ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন।ঠিক কী কারনে এই হামলা তা জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম। ভরদুপুরে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
নিজে একজন স্কুল শিক্ষক হয়ে কিভাবে অন্যের বাড়িতে ঢুকে দিনদুপুরে হামলা চালাল তা বুঝতে পারছে না পাড়া প্রতিবেশীরা। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে রানীনগর থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊