রাজ্য বাজেট, ডিএ ও পে কমিশনের ঘোষণার আশায় সরকারি কর্মীরা
কলকাতা: আগামী ২রা ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার) পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট। তার আগেই ৩১শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। যেহেতু ২০২৬ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই এবারের বাজেট নিয়ে সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশার পারদ তুঙ্গে।
সূত্রের খবর, ১লা ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার ঠিক পরদিন, অর্থাৎ সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। বিগত কয়েক বছরের প্রবণতা অনুযায়ী, বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ঘোষণার একটি রেওয়াজ লক্ষ্য করা গেছে। নির্বাচন সামনে থাকায় এবারও এক কিস্তি ডিএ ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকে।
তবে শুধু মহার্ঘ ভাতা নয়, এবারের বাজেটে নতুন 'পে কমিশন' (Pay Commission) নিয়েও বড়সড় ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং ভোটের অঙ্কের কথা মাথায় রেখে রাজ্য সরকার এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে কিনা, সেদিকেই এখন সবার নজর। ২রা ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর বাজেট পেশের পরই স্পষ্ট হবে কর্মীদের আশা কতটা পূরণ হলো।
West Bengal Budget 2026: চা বলয়ের দাবি থেকে পর্যটনের 'শিল্প' মর্যাদা—কী প্রত্যাশা উত্তরবঙ্গের?

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊