T20 ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরির মালিকের সামনেই রেকর্ড ভেঙে নিজের নামে করলেন জান নিকোলের



মাত্র ৩৩ বলে দ্রুততম সেঞ্চুরি করে সেই বিশ্ব রেকর্ড গড়লেন জান নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton)। গত ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর টি-২০ ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন নেপালের (Nepal) ব্যাটার কুশল মাল্লা। আর আজ তাঁর সামনেই তাঁর দেশ নেপালের বিরুদ্ধেই রেকর্ড ভেঙে ফেললেন নমিবিয়ার ব্যাটার জান নিকোল লফটি-ইটন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি হাঁকালেন তিনি।



ত্রিভুবন আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১টি চার ও ৮টি ছক্কা এবং স্ট্রাইকরেট ২৮০.৫৫-এ শেষমেষ ৩৬ বলে ১০১ রান তোলেন তিনি। তাঁর ব্যাটিংয়ের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে নামিবিয়া। এদিন তিনি কুশল, মিলার, রোহিত, সুদেশকে টপকে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি।




আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি:-


১. জান নিকোল লফটি-ইটন (নমিবিয়া)- ৩৩ বল

২. কুশল মাল্লা (নেপাল)- ৩৪ বল

৩. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)- ৩৫ বল

৪. রোহিত শর্মা (ভারত)- ৩৫ বল

৫. সুদেশ বিক্রমাশেখরা (চেক প্রজাতন্ত্র)- ৩৫ বল