Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরির মালিকের সামনেই রেকর্ড ভেঙে নিজের নামে করলেন জান নিকোলের

T20 ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরির মালিকের সামনেই রেকর্ড ভেঙে নিজের নামে করলেন জান নিকোলের



মাত্র ৩৩ বলে দ্রুততম সেঞ্চুরি করে সেই বিশ্ব রেকর্ড গড়লেন জান নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton)। গত ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর টি-২০ ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন নেপালের (Nepal) ব্যাটার কুশল মাল্লা। আর আজ তাঁর সামনেই তাঁর দেশ নেপালের বিরুদ্ধেই রেকর্ড ভেঙে ফেললেন নমিবিয়ার ব্যাটার জান নিকোল লফটি-ইটন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি হাঁকালেন তিনি।



ত্রিভুবন আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১টি চার ও ৮টি ছক্কা এবং স্ট্রাইকরেট ২৮০.৫৫-এ শেষমেষ ৩৬ বলে ১০১ রান তোলেন তিনি। তাঁর ব্যাটিংয়ের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে নামিবিয়া। এদিন তিনি কুশল, মিলার, রোহিত, সুদেশকে টপকে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি।




আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি:-


১. জান নিকোল লফটি-ইটন (নমিবিয়া)- ৩৩ বল

২. কুশল মাল্লা (নেপাল)- ৩৪ বল

৩. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)- ৩৫ বল

৪. রোহিত শর্মা (ভারত)- ৩৫ বল

৫. সুদেশ বিক্রমাশেখরা (চেক প্রজাতন্ত্র)- ৩৫ বল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code