টিয়া বনে এক মাসে দুবার দাবানল, শঙ্কিত পরিবেশ কর্মীরা
উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষন অবশ্যই গরু মারা জাতীয় উদ্যান এবং এর সংলগ্ন বনাঞ্চল। যার মধ্যে অন্যতম খুনিয়া বন্দরের টিয়া বন।
তবে বসন্তের জঙ্গল মানেই শুকনো পাতায় ভরা, এর মধ্যেই একদিকে যেমন চলে অবাধ গবাদি পশুর আনাগোনা সঙ্গে রয়েছে স্থানিয় বন এবং চা বাগানের শ্রমিকদের অবাধ যাতায়াত, এতো কিছুর মধ্যে সব থেকে বড় সমস্যা টিয়া বন ঘেঁষে চলে যাওয়া লাটাগুড়ি চালসা সড়ক, রাস্তার পাশে শুকনো পাতায় চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি সিগারেট থেকে যেমন ছড়িয়ে পরতে পারে দাবানল, এর সঙ্গে বনাঞ্চলের ভেতরে যাতায়াতকারীদের থেকেও ঘটে একই ঘটনা বলেই মনে করছেন চালসার পরিবেশ কর্মী সুমন চৌধুরী।
মঙ্গলবার টিয়া বনে আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে বন বিভাগ, চালসা নেচার সংগঠনের পরিবেশ কর্মীরা, সবার সহযোগিতায় ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় বার টিয়া বন কে দাবানলের হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে রক্ষা করে জঙ্গল সহ জীববৈচিত্রকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊