শ্রীপৎ সিং কলেজের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আন্ত- স্কুল বিজ্ঞান মডেল প্রতিযোগীতা 

Science Model Competition



জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার মোট ১৮ টি স্কুল কে নিয়ে আন্ত- স্কুল বিজ্ঞান মডেল প্রতিযোগীতা আয়োজন করা হল। এর সাথেই শেষ হলো সপ্তাহ ব্যাপী চলা বিজ্ঞান সপ্তাহ উৎযাপন। গতকাল (27.02.2024 ) কলেজের ৬ টি বিজ্ঞান বিভাগ বিভাগীয় ভাবে বিজ্ঞান দিবস উদযাপন করে ও তাদের মধ্যে আন্ত বিভাগীয় মডেল প্রতিযোগীতা হয়। 



কলেজের অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকারের উৎসাহে কলেজে র সবকটি বিঞ্জান বিভাগ এর সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে। আজ 28.02.2024, 'মোট ১৮ টি স্কুলের ৫৪ ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। ছাএ ও ছাত্রী রা অত্যন্ত আনন্দিত ও উদ্বুদ্ধ। আমন্ত্রিত বক্তা ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণ নাথ কলেজের রসায়নের অধ্যাপক ড. সঞ্জয় নাথ ও বহরমপুর মহিলা কলেজের গনিতের অধ্যাপক ড. অনুপ কারক । 


 
অনুষ্ঠানের আহ্বায়ক ড. শক্তি মন্ডল বলেন "হাইড্রোফনিক, কার্বন নিঃসরণ কমানো, আলোর মাধ্যমে তারবিহীন সংযোগ, স্মার্ট এগ্রিকালচারাল, সৌরশক্তির ব্যবহার, তারবিহীন নিয়ন্ত্রণ, লেজার নিরাপত্তা ও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্র ছাত্রীরা মডেল উপস্থাপন করেন।