Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘মেয়ের বয়সি ঋতিকার সঙ্গে বিয়ে করেছে, এটা পুরো বেআইনি’, হিরণের বিয়ে নিয়ে বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা

‘মেয়ের বয়সি ঋতিকার সঙ্গে বিয়ে করেছে, এটা পুরো বেআইনি’, হিরণের বিয়ে নিয়ে বললেন প্রথম স্ত্রী অনিন্দিতা

Hiran



সরগরম রাজনীতির ময়দান থেকে সিনেদুনিয়া। নেপথ্যে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার দুপুরে হঠাৎই একটি ছবি পোস্ট করেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে বারাণসীতে গঙ্গার ঘাটে হিন্দুধর্ম মতে বিয়ে করছেন তিনি। হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানা গিয়েছে এমন নয়। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, অনেক দিন ধরেই এই সম্পর্কের কথা কানাঘুষো শুনতে পাচ্ছিলেন তিনি।
Hiran


অনিন্দিতা বলেন, আমাদের ডিভোর্স হয়নি। হিরণের এই বিয়ে পুরো বেআইনি। ২০০০ সালে ১১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়। গত বছর আমাদের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে।রীতিমতো এই বাড়িতে ওর (হিরণ) যাতায়াত ছিল। আমাদের ১৯ বছরের একটা মেয়ে আছে। পরিবারের সম্মান এবং মেয়ের কথা ভেবে আমি চুপ ছিলাম।
Hiran


হিরণ যদিও নিজের ছবি পোস্ট করার পর থেকে একেবারে নিশ্চুপ।


বিজেপি বিধায়কের প্রথম স্ত্রীর অভিযোগ, অনেক দিন ধরে তাঁর এবং মেয়ের উপর মানসিক অত্যাচার চলছিল। কিন্তু সবটাই আড়ালে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু মঙ্গলবার হিরণের এই পদক্ষেপে তিনি আর কোনও কিছুই রাখঢাক করে রাখতে রাজি নন। উল্লেখ্য, শোনা যাচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ। কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি তিনি।

Hiran


হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, বিজেপি বিধায়ক যাঁকে বিয়ে করেছেন তিনি তাঁদের মেয়ের থেকে মাত্র দু’বছরের বড়। এই ঘটনা খুবই প্রভাব ফেলেছে তাঁদের মেয়ের উপর। হিরণ এবং অনিন্দিতার মেয়ে এখন সেন্ট জেভিয়ার্স কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code