Rail Accident At Jamtara: গুজবের জেরে বড়সড় দুর্ঘটনা ! মৃত্যু বহু ! বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল

Rail Accident At Jamtara: গুজবের জেরে বড়সড় দুর্ঘটনা ! মৃত্যু বহু ! বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল


রামকৃষ্ণ চ্যাটার্জী:

আসানসোল রেল ডিভিশনে গুজবের জেরে বড়সড় দুর্ঘটনা, অনেকের মৃত্যু, বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। গুজবের কারণে, হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে আসানসোল রেলওয়ে ডিভিশনের জামতারা এবং কাসিতান্ডের মধ্যে আজ সন্ধ্যায় একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে৷ এই দুর্ঘটনায় বহু রেল যাত্রী মারা গিয়েছে৷ দুর্ঘটনার পর এই রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

অঙ্গ এক্সপ্রেস কাসিতান্ড এবং জামতারার মধ্যে দাঁড়িয়ে আছে। রেলওয়ে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামতারা-কাশিতানন্দের কালঝরিয়ার কাছে ট্রেনের ধাক্কায় বহু মানুষের মৃত্যু হয়েছে। জানাগেছে অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়ে মুহূর্তে, তারপরে কিছু লোক চেইন টেনে প্যাসেঞ্জার ট্রেন থেকে লাফ দিতে শুরু করে। এরই মধ্যে হঠাৎ ঝাঝা-আসানসোল ট্রেন চলে আসে। এ কারণে অঙ্গ এক্সপ্রেস থেকে আগুন থেকে জীবন বাঁচাতে ঝাপ দেওয়া রেলযাত্রীরা এই ট্রেনের কবলে পড়েন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

কোথাও জানা যাচ্ছে মৃতের সংখ্যা ৩, কোথাও ১২ তো কোথাও ৩০। তবে বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল প্রশাসন, রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার পর অঙ্গ এক্সপ্রেস সেখানে বন্ধ করে দেওয়া হয়।