রাষ্ট্র গৌরব সম্মানে সম্মানিত হলেন উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক সুমন চ্যাটার্জী

Suman Chatterjee


রাষ্ট্র গৌরব সম্মানে সম্মানিত হলেন উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক সুমন চ্যাটার্জী। দেশের রাজধানী নিউ দিল্লীতে হোটেল রেডিসিন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হল তাঁকে।




সংবাদ একলব্যের বিগত দিনের নিউজে চোখ রাখলেই আপনি দেখতে পাবেন একাধিক সমাজসেবা মূলক কাজে বারেবারে এগিয়ে এসেছিলেন সুমন চ্যাটার্জী। কখনও গরীব অসহায় মানুষদের সহযোগিতা কখনও রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো থেকে একাধিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সুমন চ্যাটার্জী। তাঁর এই মহানুভবতাকে সম্মান জানিয়ে রাষ্ট্র কা গৌরব সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে। এর আগে বঙ্গ গৌরব সম্মানেও সম্মানিত হয়েছিলেন তিনি।



বিশিষ্ট এই সমাজসেবক সুমন চ্যাটার্জীর বাড়ি শিলিগুড়িতে। ফোনে বিশিষ্ট সমাজসেবক সুমন চ্যাটার্জীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই সম্মান পেয়ে খুশি‌। ভগবানের কৃপা, সকলের আশির্বাদ ও ভালোবাসায় আজ এই সম্মান আমি পেয়েছি। আগামীদিনে আরও ভালোভাবে মানুষের পাশে থাকবো বলে আশাবাদী।



এদিনেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমকার সিং MLA এবং ফর্মার ক্যাবিনেট মিনিস্টার অর্জুন সিং ধ্রুভে পদ্মশ্রী দীপক সারস্বত ফিল্ম এক্টর ডাক্তার ভিজয় কুমার ইয়েদাব, অভিনাস তেওয়ারি, এবং আরো বিভিন্ন অতিথিবর্গ।