এসআইআর খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আরও ১৬ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এসআইআর-এর খসড়া তালিকা ঘিরে জমা পড়া অভিযোগ, শুনানিতে দাখিল হওয়া নথি এবং মামলার নিষ্পত্তির প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্যে আরও ১৬ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাঁদের সঙ্গে কাজ করবেন মাইক্রো অবজার্ভারেরাও।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জেলায় এই বিশেষ পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় কুমার রবিকান্ত সিংহ ও রবি শংকর, দক্ষিণ ২৪ পরগনায় প্রসন্ন আর ও নীরজকুমার বানসোর, মালদহে অলোক তিওয়ারি, পূর্ব বর্ধমানে কৃষ্ণকুমার নিরালা, কোচবিহারে পঙ্কজ যাদব, উত্তর দিনাজপুরে ভি কিরণ গোপাল, দক্ষিণ দিনাজপুরে রাঘব লাঙ্গার, মুর্শিদাবাদে গয়া প্রসাদ, নদিয়ায় পি বালা কিরণ, বীরভূমে ভেঙ্কটেশপতি এস, পশ্চিম বর্ধমানে শশাঙ্ক মিশ্র, পূর্ব মেদিনীপুরে হর্ষ মঙ্গলা, পশ্চিম মেদিনীপুরে দেবেশ দেবল এবং হুগলিতে আনন্দ মধুকরকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।
নতুন নিযুক্ত পর্যবেক্ষকদের মধ্যে ১৪ জন কেন্দ্রীয় মন্ত্রকের যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিক। রাঘব লাঙ্গার সচিব পদে রয়েছেন এবং আনন্দ মধুকর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অতিরিক্ত ডিজি পদে কর্মরত।
এর আগে রাজ্যে চার জন বিশেষ পর্যবেক্ষক শৈলেশ, রতন বিশ্বাস, সন্দীপ রাঠৌর ও বিকাশ সিংহকে নিয়োগ করা হয়েছিল। তারও আগে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক করা হয়। এই পাঁচ জনের পাশাপাশি রাজ্যে বর্তমানে ১২ জন এসআইআর পর্যবেক্ষক বিভিন্ন জেলায় কাজ করছেন। এছাড়া প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ ও জলপাইগুড়ি এই পাঁচ ডিভিশনে এসআইআরের কাজ তদারকির জন্য আরও পাঁচ জন পর্যবেক্ষক রয়েছেন।
নিয়োগপত্রে বিশেষ পর্যবেক্ষকদের দায়িত্ব স্পষ্ট করে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে তাঁরা এসআইআর-এর কাজ পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে রাজ্যের বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শনে যেতে পারবেন। কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় এবং কোনও অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তা নিশ্চিত করাই তাঁদের মূল দায়িত্ব।
এছাড়াও কমিশন বিশেষ পর্যবেক্ষকদের সতর্ক করে জানিয়েছে, দায়িত্ব পালনকালে তাঁরা নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও আধিকারিককে প্রশংসাপত্র দিতে পারবেন না। একান্ত প্রয়োজন হলে তার পূর্ণ কারণ উল্লেখ করে কমিশনের কাছে প্রস্তাব পাঠাতে হবে।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এসআইআর শুনানির সময়সীমা বাড়ানোর বিষয়েও ভাবনাচিন্তা চলছে কমিশনের অন্দরমহলে। ফলে ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊