অমৃত ভারত প্রকল্পের আওতায় বার্নপুর স্টেশন, ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
সোমবার ৪১ হাজার কোটি টাকার রেল প্রকল্প উপহার। অমৃত ভারত প্রকল্পের অধীনে ৫৫৪ টি রোড ওভারব্রীজ, আন্ডারপাস এর শিলান্যাস উদ্বোধন। জাতির উদ্দেশ্যে উৎসর্গ। অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় বার্নপুর স্টেশনকে পুনরুন্নয়নের স্টেশনে হিসাবে গড়ে তোলা হবে। অত্যাধুনিক মানের সেখানে যেসব সুযোগ সুবিধা থাকে ঢেলে সাজানো হবে সব কিছুই। এই প্রকল্পের মধ্য দিয়ে নতুন রূপে ফুটে উঠবে বার্নপুর স্টেশন।
সোমবার অমৃত ভারত স্টেশন প্রকল্পের পুনরুন্নয়নের কিছু কাজ বার্নপুর স্টেশনের জন্য ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্নপুর স্টেশনে উপস্থিত হয়ে ফলক সরিয়ে শিল্যান্যাস করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এইদিন বিধায়ক ছাড়াও চিফ প্রজেক্ট ম্যানেজার গতি শক্তি আদ্রা ডিভিশন কে সি শর্মা, ইসকো স্টিল প্লান্টের এক্সিকিউটিভ ডিরেক্টর সুরজিৎ মিশ্র সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিন দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, রেল মন্ত্রকের তরফ থেকে আগামী দিনে আসানসোল কোর্ট মোড়ে রেলের ওভার ব্রিজ ও দামোদর স্টেশন সংলগ্ন আন্ডারপাস বানানো হবে।
এদিন অগ্নিমিত্রা পাল আরও বলেন অমৃত ভারত স্কিমে বার্নপুর স্টেশন কে উন্নতি করন করা হচ্ছে। সমগ্র ভারতবর্ষের ৫৫৪ টি স্টেশনের আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি শিলান্যাস করলেন। ১১.০৪ কোটি টাকা বার্নপুর স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে অত্যাধুনিককরণের জন্য এছাড়াও আরো দুটি নতুন প্রকল্প হচ্ছে বার্নপুর কোট মোড়ে যে লেভেল ক্রসিং আছে দীর্ঘক্ষণ সাধারণ মানুষদের দাঁড়িয়ে থাকতে হয় এবং অনেক অসুবিধায় পড়তে হয়। এর জন্য একটা ওভারব্রিজ হবে এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দামোদর লেভেল ক্রসিং এ সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য সেখানে একটি আন্ডার পাশের সেংশন হয়েছে। এটা আমাদের জন্য আনন্দের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের একটা জিনিস শিখিয়েছেন যে মানুষের সেবা করা। উনি নিজেকে সেবক বলেন । তিনি নিজেকে মানুষের প্রধান সেবক বলেন। উনারই দেখানোর পথে আমরা হাঁটছি। মানুষের সেবায় নিযুক্ত হয়ে। তিনি বলেন সময় নষ্ট না করে মানুষের সেবায় নিযুক্ত হন। এই লেভেল ক্রসিংয়ে এর সময় অনেক সময় মানুষের নষ্ট হতো এই আন্ডার পাস তৈরি হয়ে গেলে মানুষের সময় অনেক বাঁচবে।
তৃণমূল নেতা অশোক রুদ্র বলেন সরকারি প্রকল্পকে দলীয় প্রোগ্রাম বলে উপায়িত করেছে, আমাদের সংসদকে নাম রক্ষা জন্যে হোয়াটসঅ্যাপে ইনভাইটেশন দিয়েছে খুবই শর্টটাইম এর মধ্যে। যাতে উনি না আসতে পারেন এই অনুষ্ঠানে ডিআরএমের তরফ থেকে এই আমন্ত্রণ পত্রটি পাঠানো হয় হোয়াটসঅ্যাপে। মানুষের উন্নয়নের স্বার্থে যদি কোন প্রকল্প হয় সেটাকে আমরা সাধুবাদ জানাবো। আগে তো হোক যেখানে উন্নয়নমূলক কাজ হবে সেখানে আমরা স্বাগত জানাবো আর যেখানে রাজনীতি বেশি সেখানে মানুষ বিচার করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊