Latest News

6/recent/ticker-posts

Ad Code

সীমান্তবর্তী কুর্শাহাট উচ্চবিদ্যালয়ে আধুনিকতার ছোঁয়া! বার্ষিক ক্রীড়ার মঞ্চেই উদ্বোধন স্মার্ট ক্লাসরুম ও স্কুল অ্যাপের

সীমান্তবর্তী কুর্শাহাট উচ্চবিদ্যালয়ে আধুনিকতার ছোঁয়া! বার্ষিক ক্রীড়ার মঞ্চেই উদ্বোধন স্মার্ট ক্লাসরুম ও স্কুল অ্যাপের


নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকাতেও যে শিক্ষার আধুনিকীকরণ সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কোচবিহারের কুর্শাহাট উচ্চবিদ্যালয়। গত ২১শে জানুয়ারি, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনেই একগুচ্ছ অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হয় স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল এটেনডেন্স সিস্টেম, নিজস্ব স্কুল অ্যাপ এবং একটি ভেষজ উদ্যানের।

কুর্শাহাট উচ্চবিদ্যালয়টি একদম সীমান্ত লাগোয়া একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। তা সত্ত্বেও পঠনপাঠনের মানোন্নয়নে পিছিয়ে নেই এই স্কুল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, একটি হাইস্কুলের পরিকাঠামো কতটা উন্নত হতে পারে, তার উদাহরণ এই বিদ্যালয়। স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল উপস্থিতির ব্যবস্থা ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ সরকার বলেন, "২০২১ সালে আমি যখন এই বিদ্যালয়ে যোগ দিই, তখন চক-ডাস্টার বা বসার বেঞ্চের মতো নূন্যতম পরিকাঠামোর অভাব ছিল। সেখান থেকে আজ ম্যানেজিং কমিটি ও সকলের সহযোগিতায় আমরা স্কুলকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পেরেছি। চক-ডাস্টারের যুগ পেরিয়ে আজ স্কুলে স্মার্ট ক্লাসরুম ও স্কুল অ্যাপ চালু হলো। সাথে ভেষজ উদ্যানও তৈরি করা হয়েছে। অভিভাবকদের সহযোগিতা পেলে এই বিদ্যালয় আগামীদিনে আরও অনেক দূর এগিয়ে যাবে।"

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আরও জানান, দিনহাটার মতো জায়গায় স্কুলের নিজস্ব অ্যাপ এবং ডিজিটাল এটেনডেন্সের ব্যবস্থা সত্যিই অভিনব। স্কুলের এই আধুনিকীকরণ প্রক্রিয়ায় খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক সকলেই। শিক্ষা দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্টজনেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code