বুড়িরহাটে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক


nisith pramanik


দিনহাটা: দিনহাটা দুই নং ব্লকের বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের কুকুরকচুয়ায় দিন কয়েক আগে আক্রান্ত বিজেপি কর্মী মঙ্গল দে'র বাড়ি পরিদর্শনে এসে তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক তথা ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার সহ পঞ্চায়েত সদস্যকে তীব্রভাবে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

এদিন দিনহাটা বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের কুকুরকচুয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া দলীয় কর্মীর বাড়িতে এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক আব্দুল সাত্তারের নেতৃত্বে এবং স্থানীয় পঞ্চায়েত সহ বেশ কয়েকজন দুষ্কৃতীদের সহযোগিতায় এলাকায় পৈশাচিক অত্যাচার চালাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন আরো জানান স্থানীয় এইসব তৃণমূল নেতৃত্বের নেতৃত্বে বুড়িরহাট এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর সহ মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো ঘটনাও ঘটছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে কিভাবে দিনের পর দিন এভাবে মহিলাদের সম্মান লুণ্ঠিত হচ্ছে? প্রশাসনের দিকে আঙুল তুলে নিশীথ আরো জানান প্রশাসন যদি এসবের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেন তাহলে ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে এই সব নারীরাই অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন শুরু করবে।

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ অস্বীকার করেছেন বুড়িরহাটের তৃণমূল নেতৃত্ব।