Jharkhand New CM: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন চম্পই সোরেন
আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে হেমন্ত সোরেনের গ্রেফতারির পর ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। রাঁচিতে রাজভবনে ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন। আগামী ১০ দিনের মধ্যে আস্থা ভোটে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহ সভাপতি চম্পাই সোরেন।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের জোটে থাকা ৪৩ জন বিধায়কের সমর্থন আছে চম্পাই সোরেনের। চম্পই সোরেনের শপথগ্রহণের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে চলতে থাকা সপ্তাহব্যাপী রাজনৈতিক সঙ্কট আপাতত শেষ হল।
চম্পই সোরেন ছয় বারের বিধায়ক ও হেমন্ত সোরেন সরকারের পরিবহনমন্ত্রী ছিলেন। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধায়সভায় জেএমএম-কংগ্রেস ও আরজেডি জোটের রয়েছে ৪৭ জন বিধায়ক। এর মধ্যে ২৯ জন জেএমএমের, কংগ্রেসের বিধায়ক ১৭ জন এবং আরজেডির এক বিধায়ক রয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊