Madhyamik Exam 2024: মাধ্যমিকের প্রথমদিনেই প্রশ্নফাঁস! পাকড়াও করলো পর্ষদ

Madhyamik Exam



শুক্রবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল বাংলা পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আডে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অভিযোগ। জানা গেছে পরীক্ষার পর প্রশ্নের সাথে হুবহু মিল পাওয়া গেছে। আর তারপরেই দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। জানা যায় মালদহের দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ।




প্রতি বছর মাধ্যমিকের প্রশ্ন পরীক্ষার আগেই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ফলে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পর্ষদ। প্রতিটি প্রশ্ন পত্রের প্রতিটি প্রশ্নের পাশেই রয়েছে QR CODE। ছবি তুললে সেই QR CODE-ই প্রশ্ন পত্রের ছবি তোলার মালিকের সন্ধান দেবে। এমনটাই ব্যবস্থা করেছে পর্ষদ। রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই প্রশ্নের ছবি তোলা হোক না কেন, পর্ষদ তা জানতে পারবে বলে দাবি করেছিল। সেই ফাঁদেই পা দিয়েছেন মালদহের দুই পরীক্ষার্থী।




পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশের এক ঘন্টার মধ্যেই কারা ছবি তুলেছে তা বের করেছে পর্ষদ এমনটাই জানা গেছে। মালদহের দুই পরীক্ষার্থী এই কাজ করেছে। দুই পরীক্ষার্থীর পরীক্ষা ও মাধ্যমিক রেজিস্ট্রেশন বাতিল করেছে পর্ষদ। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।