Latest News

6/recent/ticker-posts

Ad Code

ISF অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অল্পতেই রক্ষা পেল শিশুসহ পরিবার!

ISF অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অল্পতেই রক্ষা পেল শিশুসহ পরিবার!

Isf


ভাঙ্গরে আইএসএফের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অল্পের জন্য প্রাণে বাঁচলো এক শিশু বাচ্চা সহ তার পরিবার এমনটাই খবর।



ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের হাতিশালা দক্ষিণপাড়া এলাকায়। অভিযোগ, আইএসএফের অঞ্চল সভাপতি বাবলু মোল্লার বাড়ি লক্ষ্য করে ৮ থেকে ১০ খানা বোমা মারে তৃণমূলের লোকজন বলে অভিযোগ। তবে অল্পের জন্য প্রাণে বাঁচলো তার একটি বাচ্চা ছেলেসহ সহ তার পরিবারের লোকজন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।



তবে ঘটনার সূত্রপাত ওই এলাকার হাতিশালা মাদ্রাসা স্কুলের স্কুল ভোট তাই আইএসএফের লোকজন তারা স্কুলে নমিনেশন ফাইল জমা দিতে যায় কিন্তু সেই নমিনেশন ফাইল জমা নেয়নি স্কুল কর্তৃপক্ষ কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই স্কুল ভোট পিছিয়ে দিয়েছে বলে দাবি করছে আর এই নিয়ে আই এস এফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল। এলাকায় বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার বিশাল পুলিশ। এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে।



তবে অন্যদিকে ওই এলাকারই তৃণমূল নেতা জুলফিকার মোল্লা তিনি বলেন যে আমি বিষয়টি জানিনা খোঁজ নিয়ে দেখছি তবে পোলেরহাট থানার পুলিশ এসেছে শুনেছি পুলিশ তদন্ত করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code