IPL-র সেরা দলের অধিনায়ক ধোনি, আর জায়গা পেলেন কারা?
আর কিছুদিন তারপরেই শুরু হতে চলেছে আইপিল। আর তার আগে আইপিএলের সাফল্য উদযাপন উপলক্ষে আইপিএলের (IPL) সর্বকালের সেরা দল বেছে নেওয়া হল। আর সেই দলের অধিনায়ক স্বাভাবিক ভাবেই ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ধোনির নেতৃত্বে। তবে আশ্চর্যজনক ভাবে ১৫ জনের দলে জায়গা পাননি রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে পাঁচ বার ট্রফি জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিলের সর্বকালের সেরা দলের দুই ওপেনার বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল (Chris Gayle)। মিডল অর্ডারে রয়েছেন সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, সূর্যকুমার যাদব এবং ধোনি। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কায়রন পোলার্ড। রশিদ খান, সুনীল নারাইন এবং যুজবেন্দ্র চাহাল তিন স্পিনার ও লাসিথ মালিঙ্গা এবং জশপ্রীত বুমরাহ দুই পেস বোলার রয়েছেন দলে।
বরাবরের মতো এবারও ক্রোড়পতি লিগ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তাঁর মাঝেই এই দল ঘোষনা। অধিনায়ক হিসেবে ধোনির জায়গা পাওয়াটা স্বাভাবিক কিন্তু রোহিতের বাদ যাওয়াটা আশ্চর্যজনক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊