Latest News

6/recent/ticker-posts

Ad Code

আধার কার্ড নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর, মিলবে রাজ্যের কার্ড

আধার কার্ড নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর, মিলবে রাজ্যের কার্ড 

Mamata Banerjee


লোকসভা ভোটের আগে বড়সড় সমস্যা সৃষ্টি হয়েছে আধার কার্ড নিয়ে। সম্প্রতি একাধিক আঁধার কার্ড বাতিলের খবর উঠে আসছিল। জেলায় জেলায় আঁধার কার্ড বাতিলের খবর সাড়া ফেলে দিয়েছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁধার কার্ড বাতিল নিয়ে বিঁধেছে কেন্দ্রকে, ছুঁড়েছেন প্রশ্ন। এবার আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন বিকল্প আধার কার্ডের ব্যবস্থা করবে রাজ্য সরকার।



তিনি বলেন, 'সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে।ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বাংলায় রোজ কেন্দ্র থেকে কমিটি আসে, চোপড়ায় কোনও কমিটি গেছে? রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান। '



এদিন তিনি বলেন, 'আধার বাতিলের নেপথ্যে এনআরসি। মানুষকে বঞ্চিত হতে দেব না, যা যা করার আমরা করব। আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে বঞ্চিত করার চেষ্টা। মানুষকে বঞ্চিত করলে, আপনাদের আঁধারে ফেলে দেবে। আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে। এই গা-জোয়ারি আমরা মানি না, প্রধানমন্ত্রীকে চিঠি দেব। এটা অসম, উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা। এখানে এনআরসি, ডিটেনশন কার্ড করতে দেব না।"



পাশাপাশি প্রয়োজনে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আধার কার্ড বাতিল হলে কেন বিজেপির পার্টি অফিসে জানাতে হবে? সরকারকে জানাবে না তো আর কাকে জানাবে? প্রয়োজনে আধার কার্ড বাতিল নিয়ে আইনি সহায়তা নেব। ভয়ের কোনও কারণ নেই, বাংলার মানুষের অধিকার আমি রক্ষা করব। সোজা আঙুলে কাজ না হলে, মানুষের স্বার্থে আমরা আঙুল বাঁকা করতেও রাজি। এভাবে গুন্ডামি করে ভোটে জেতা যায় না।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code