তৃতীয় টেস্টের মাঝেই দল ছাড়লেন অশ্বিন, ১০জনের ভারত লড়ছে ইংল্যান্ডের বিরুদ্ধে

Ashwin


ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের মাঝেই দল ছেড়ে বাড়ি ফিরলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। মায়ের অসুস্থতার কারণে টেস্ট ম্যাচের মাঝেই দল ছাড়তে হল তাঁকে। ফলে শনিবার, ম্যাচের তৃতীয় দিন তাঁকে ছাড়াই মাঠে নামতে হল ভারতীয় ক্রিকেট টিমকে। তবে অশ্বিনের বদলে ফিল্ডিং করবেন দেবদূত পাড়িকল কিন্তু ব্যাটিং বা বোলিংয়ে সুযোগ নেই তাই দশজনের ভারতীয় দলকেই লড়তে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে।



টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হওয়ার দিনেই এই দুঃসংবাদ পান অশ্বিন। রাজকোটেই অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব গড়েছেন অশ্বিন। টেস্ট শেষ না হতেই ফিরতে হল অশ্বিনকে। মায়ের অসুস্থতার খবরে তড়িঘড়ি ফেরেন অশ্বিন।



চলতি টেস্টে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন অশ্বিন। রাজকোট টেস্টে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে দুউইকেট হারায় ইংল্যান্ড। যার মধ্যে ওপেনার জ্যাক ক্রলির উইকেটটি তুলে নেন অশ্বিন।