অবশেষে মন্ত্রীসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয়, নতুন দায়িত্বে কারা?
অবশেষে মন্ত্রীসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের বনমন্ত্রী ছিলেন। ইডির হাতে গ্রেফতার হন তিনি। গ্রেফতারির পর এবার মন্ত্রীত্ব হারালেন তিনি। খাদ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রেশনে দুর্নীতি কাণ্ডে জড়িয়ে রয়েছেন জ্যোতিপ্রিয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিত্ব থেকে অপসারিত জেলবন্দি জ্যোতিপ্রিয়, অনুমতি দিলেন রাজ্যপাল।
বনমন্ত্রীর পদ থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে এখন বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। শিল্প পুনর্গঠন দফতর থেকেও সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পার্থ ভৌমিককে।
গতবছর নভেম্বরে টানা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কাকভোরে রেশন দুর্নীতি মামলার তদন্তে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। ২০ ঘণ্টা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর রেশন-দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Arrest)। গভীররাতে গ্রেফতারির পর ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী (Jyotipriya Mallick Arrested )।
সেসময় ইডি সূত্রে জানা যায়, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া পাওয়া গেছে। সূত্রে খবর, রেশন ‘দুর্নীতি’ মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই মন্ত্রীর নাম উঠে আসে। আর সেই সূত্র ধরেই মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। পরে গ্রেফতার। এবার মন্ত্রীত্ব থেকে সড়ানো হল জ্যোতিপ্রিয়কে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊