দ্রুততম ভারতীয় হিসেবে কুম্বলেকে টপকে ইতিহাস রচনা অশ্বিনের

Ashwin


দ্রুততম ভারতীয় হিসেবে কুম্বলেকে টপকে ইতিহাস রচনা অশ্বিনের। অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বছরের চেন্নাইয়ের স্পিনার দ্রুততম ভারতীয় হিসেবে এই মাইলস্টোন স্থাপন করলেন। পাশাপাশি দ্রুততম ভারতীয় হিসেব এই রেকর্ডের মালিক হলেন অশ্বিন।



অশ্বিনের বর্ণময় কেরিয়ারের দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫০, ১০০, ১৫০, ২০০, ৩৫০ ও ৪৫০ উইকেট নিয়েছেন। অশ্বিন কিন্তু বিশ্বের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২৫০ (মাত্র ৪৫ ম্যাচ), ৩০০ উইকেট (৫৪ ম্যাচ), ৩৫০ (৬৬ ম্যাচে), ৪০০ (৭৭ ম্যাচে) ও ৪৫০ (৮৯ ম্যাচে) নিয়েছেন।



কুম্বলে কেরিয়ারের ১০৫ নম্বর টেস্টে পাঁচশোর মাইলস্টোন স্পর্শ করেছিলেন। অশ্বিন কেরিয়ারের ৯৮ নম্বর টেস্টে ৫০০ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীথরনের পর দ্বিতীয় বোলার হিসেবে ১০০ টেস্টের কম টেস্ট খেলেই পেয়ে গেলেন ৫০০ উইকেট। এই মুহূর্তে অশ্বিন থাকবেন গ্লেন ম্যাকগ্রার পরেই। অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্য়াকগ্রা ২৫ হাজার ৫২৮ নম্বর ডেলিভারিতে তুলে নিয়েছেন ৫০০ টেস্ট উইকেট। সেখানে অশ্বিনের লাগল ২৫ হাজার ৭১৫ বল।