কোচবিহারে বাতিল হওয়া আধার কার্ড গ্রাহকদের বাড়িতে কোচবিহার জেলা এস সি ওবিসি সেল এর সভাপতি 


canceled Aadhaar card customers


আধার কার্ড (Aadhaar Card Canceled) বাতিল প্রসঙ্গে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। বাদ পড়েনি কোচবিহার জেলাও। দুই বিধানসভা এলাকা দিনহাটা এবং সিতাইতে বাদ পড়েছে পাঁচ জন রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানুষের আধার কার্ড। সিতাই বিধানসভা এলাকায় তিনজন এবং দিনহাটা বিধানসভা এলাকায় দুজনের আধার কার্ড বাতিলের ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।


আজ তাদের সাথে দেখা করে তাদের পাশে থাকবার আশ্বাস দিলেন কোচবিহার জেলা এসসি ওবিসি সেলের জেলা সভাপতি পরেশ চন্দ্র বর্মন। সিতাই বিধানসভা এলাকা এবং দিনহাটা এলাকায় তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বাস দেন তিনি সাথে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।


তার বক্তব্য অনুযায়ী, ২০২৪ লোকসভা নির্বাচনে রাজবংশী ভোটকে প্রভাবিত করার জন্য এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যে নতুন চক্রান্ত পরিকল্পনা করেছে কেন্দ্রীয় বিজেপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক।


সেইসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আধার কার্ড বাতিল (Aadhaar Card Canceled) হয়েছে তাদেরকে চিঠি করে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে। কোনো রকম সমস্যায় জেলার সকল স্তরের নেতৃত্ব একত্রিত হয়ে তাদের পাশে থাকবেন।


পরেশ বাবু বলেন যেভাবে আসাম রাজ্যে এনআরসির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এবং তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই একই প্রণালী বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য করতে চলেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। সাধারণ মানুষ কেন্দ্রীয় বিজেপি সরকারের পাশে নেই তাই তাদেরকে যেকোনো মূল্যে ভয় দেখিয়ে আতঙ্কিত করে তাদের পাশে নিয়ে আসার বড় ধরনের চক্রান্তে সামিল হয়েছে বিজেপি।


একইসঙ্গে এই ঘটনার (Aadhaar Card Canceled) প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগ দাবি করেছেন পরেশ বাবু। এছাড়াও এই ঘটনাকে সামনে রেখে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেল বৃহত্তর আন্দোলনে শামিল হবে বিজেপির বিরুদ্ধে বলেও জানান তিনি।


সাধারণ মানুষের অধিকার কোন অবস্থাতেই খর্ব করা যাবে না। সাধারণ মানুষকে তার ন্যায্য অধিকার দিতে হবে। বলা বাহুল্য ২০১৬, ২৮ /এ ধারা অনুযায়ী বাতিল করা হয়েছিল আধার কার্ড (Aadhaar Card Canceled)। ইতিমধ্যেই তীব্র আন্দোলন শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে। দিনহাটা মহকুমায় বাতিল করা হয়েছে দুর্বারাজ বর্মন, দুধু বর্মন, মিঠুন বর্মন, প্রেমানন্দ বর্মন এবং আরতী বর্মনের আধার কার্ড। তাদের সাথে দেখা করেন পরেশ বাবু।


চোখের জলে দুধু বর্মন জানান, তার দুই ছেলে বাইরে পড়াশোনা করে, তার আধার কার্ড বাতিল (Aadhaar Card Canceled) হওয়াতে বিপাকে পড়বে তার পরিবার। সমস্ত ধরনের ব্যাংক আদান-প্রদান বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশন কার্ড। এমত পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে তার আবেদন অবিলম্বে এই বিপদজনক পরিস্থিতি থেকে তাকে এবং তার পরিবারকে যেন সহযোগিতা করা হয়।


এদিন পরেশ বাবুর সাথে উপস্থিত ছিলেন, কোচবিহার এক নম্বর ব্লক এসসি ওবিসি স্যার এর সভাপতি বিশ্বনাথ দাস, দিনহাটার এসসি ওবিসি সেলের নেতৃত্ব সহ অন্যান্যরা।