লোকসভা নির্বাচনের আগে অসম ও বাংলা দুই রাজ্যের পুলিশ কর্তাদের বৈঠক
বক্সিরহাট, ২২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে অন্ত:রাজ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করতে অসম ও বাংলা দুই রাজ্যের পুলিশ কর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বৈঠক। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও অসমের ধুবরী জেলার পুলিশ সুপার নবীন সিংয়ের উপস্থিতিতে বক্সিরহাট থানায় ওই বৈঠক সম্পূর্ণ হয়।
পুলিশ সূত্রে খবর, অসম থেকে বাংলায় মাদকদ্রব্য পাচারের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় অসম - বাংলা সীমানা কে কয়লা, মহিষ, কাঠ, বন্য -জন্তু জানোয়ার পাচারের করিডর হিসেবে ব্যবহার করছেন চোরাচালানকারীরা। সেই সাথে অপরাধের তদন্ত করতে গিয়ে দেখা মিলেছে বাংলায় অপরাধ করে অসমে গিয়ে আশ্রয় নেয় অপরাধীরা। লোকসভা ভোটের আগে অসামাজিক কার্যকলাপ রূখতে তৎপর দু-রাজ্যের পুলিশ প্রশাসন। অন্ত:রাজ্য সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে অসম - বাংলা সীমানা লাগোয়া এলাকায় নজরদারি বাড়ানো সহ নাকা চেকিং এর ওপর বিশেষ জোরদিতেই দু- রাজ্যের পুলিশকর্তাদের মধ্যে ওই বৈঠক সম্পন্ন হয়।।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন বক্সিরহাট থানার ওসি মোঃ শাহবাজ, তুফানগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী, এসডিপিও বৈভব বাঙ্গার, ধুবরী জেলার পুলিশ সুপার সমেত অসম থানার অন্যান্য আধিকারিক।
অসমের তরফে উপস্থিত ছিলেন দীপঙ্কর তালুকদার অতিরিক্ত পুলিশ সুপার অসম ,ছাগুলিয়া থানার আইসি হীরক জ্যোতি দাস প্রমুখ।
জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, লোকসভা ভোটের আগে অসম- বাংলা সীমানা লাগোয়া এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊