দিনহাটার বামন হাটে উচচমাধ্যমিক এর প্রথম দিন হাসপাতালে বসে পরীক্ষা দিলেন এক ছাত্র

HS candidate


হাসপাতালে হুইল চেয়ারে বসে পরীক্ষা দিলেন উচ্চমাধ্যমিকের ছাত্র অভিষেক রায়, দিনহাটা দুই নং ব্লকের বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা দিলেন তিনি।



জানা যায় ওই পরীক্ষার্থী আগে থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর আগে গাছ থেকে পড়ে তার কোমরে চোট লাগে, পরিবার চিকিৎসার খামতি না রাখলেও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি আকাশ। তার বাড়ি বামনহাট উত্তর লালচাপড়ায়, তার পরীক্ষা কেন্দ্র পড়েছে চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরে, তবে অসুস্থতার জন্য হাসপাতালে বসে পরীক্ষা দিলেন করা নিরাপত্তার মধ্য দিয়ে, নিরাপত্তায় আছেন পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও পুলিশ কর্মীরা



জানা গেছে বিগত মাধ্যমিক পরীক্ষাও সে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসেই দিয়েছিলেন, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে হসপিটালে। তবে ওই পরীক্ষার্থীর অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার সময় হসপিটালে একটি ফাঁকা ঘরে বসে পরীক্ষা দিয়েছিল কিন্তু এই পরীক্ষা বিভিন্ন রোগীদের মাঝে বসে পরীক্ষা দিতে হচ্ছে তার উপরে ফিনাইলের গন্ধ থাকায় তার সমস্যা হচ্ছিল।।