HS EXAM 2024: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ছন্দপতন, মোবাইল নিয়ে যাওয়ায় বাতিল হল পরীক্ষা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনেই ছন্দপতন। প্রশ্নফাঁস রুখতে পরীক্ষা সেন্টারে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কড়া বার্তা দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল মোবাইল নিয়ে পরীক্ষার সেন্টারে প্রবেশ করলেই বাতিল হবে পরীক্ষা। আর ঠিক তাই হল। বেলঘরিয়ার একটি স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিলেন এক পরীক্ষার্থী। তাঁর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।
আঁটসাঁট নিরাপত্তার মাঝেই শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পৌনে ১০টায় কেন্দ্রে ঢুকে পড়েছেন পরীক্ষার্থীরা। ১০টায় পেয়েছেন প্রশ্নপত্র। দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়েছে। এর মাঝেই উত্তর চব্বিশ পরগণা জেলার বেলঘরিয়ায় এক পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকে পড়েন সেন্টারে। এরপর ইনভিজিলেটরকে লুকিয়ে মোবাইল ফোন ব্যবহারের চেষ্টাও করেন বলে অভিযোগ। ধরা পড়ে যায় পরীক্ষার্থী। শেষমেষ নির্দেশ মতো ওই ছাত্রের পরীক্ষা বাতিল করা হয়।
প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে বসছেন। রাজ্যের নানা প্রান্তে মোট ১৭৬টি সংবেদনশীল কেন্দ্র চিহ্নিত করে সংসদ। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রশ্নফাস রুখতে ইউনিক আইডির ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর সকাল থেকেই সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊