উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে এয়ার হর্ণ খুললো জেলা পুলিশ

Air horn



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে এয়ার হর্ণ খুললো জেলা পুলিশ।এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বাসের এয়ার হর্ণ খোলা হয়। পাশাপাশি সিজ করা হয় ড্রাইং লাইসেন্সও।




শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরিক্ষা চলাকালীন বাসের এয়ার হর্ণের শব্দে পরিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারনে শহরের মধ্য দিয়ে যাতায়াতকারী সমস্ত বাসের এয়ার হর্ণ খোলা হয়। পাশাপাশি সিজ করা হয় বাস চালকদের ড্রাইভিং লাইসেন্সও।তবে জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষেজন।




ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী বলেন আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। বড়ো সাহেবের নির্দেশ মতো বাসের এয়ার হর্ণ খোলা হচ্ছে। পাশাপাশি সিরিজ করা হচ্ছে ড্রাভিং লাইসেন্সও। একইসাথে এয়ার হর্ণ ব্যবহার করার জন্য ফাইনও করা হচ্ছে বলে জানান চিন্ময় বাবু।