Dinhata News: শুকারুরকুঠিতে বিজেপি মহিলা মোর্চার সভামঞ্চে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে 


দিনহাটাঃ 

শুকারুরকুঠিতে বিজেপি মহিলা মোর্চার সভামঞ্চ ভাঙচুরের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে।

শনিবার বিকেলে দিনহাটা দুই নম্বর ব্লকের শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘ নারায়নের কুঠী ৭/২০৬ নম্বর বুথে বিজেপি মহিলা মোর্চার অঞ্চলভিত্তিক সাংগঠনিক সভা ছিল। তবে সভা শুরু হওয়ার আগে ভারত মাতা ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করছিলেন কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা এসে ধমক দিতে শুরু করলে আতঙ্কে বিজেপি মহিলা মোর্চার সাধারণ মহিলা কর্মীরা পালিয়ে যায়।

এরপর সভামঞ্চ সহ চেয়ার টেবিল ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সভা ভন্ডুল হলে বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী বলেন তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে সেই কারণে বিজেপির শাখা সংগঠন মহিলা মোর্চার সভাকে ভয় পেয়ে সেই সভায় তারা আক্রমণ করলো, মহিলাদেরকে লাঠি নিয়ে আক্রমণ করে বলেও অভিযোগ।

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।