প্রীতি ক্রিকেট ম্যাচে মাতলো লাঙ্গুলিয়া ২ বানেশ্বরী জুনিয়র হাই স্কুল ও বুড়িরহাট জুনিয়র হাই স্কুল


Langulia 2 Baneshwari Junior High School and Burirhat Junior High School in Preeti Cricket Match


আজ, ২০ জানুয়ারি, লাঙ্গুলিয়া ২ বানেশ্বরী জুনিয়র হাই স্কুল ও বুড়িরহাট জুনিয়র হাই স্কুলের যৌথ আয়োজনে বুড়িরহাট জুনিয়র হাই স্কুলের মাঠে দুই স্কুলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। দুই দলের অধিনায়ক ছিলেন যথাক্রমে রূপক বসাক ও শাহজাহান আলী।

প্রথমে ব্যাট করতে নেমে বুড়িরহাট জুনিয়র হাই স্কুলের সংগৃহীত রান ১৮০। অপরদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে লাঙ্গুলিয়া ২ বানেশ্বরী জুনিয়র হাই স্কুল ৯ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচটি জিতে যায়। তাদের সংগৃহীত রান ১৮৪। দূর্দান্ত ব্যাটিং উপহার দেয় সাইন উল্লা মালিক, রূপক বসাক, সঞ্জয় কুমার ঘোষ, নয়ন বর্মন প্রমুখ খেলোয়াড়রা। ৫০ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয় নয়ন বর্মন।


হার-জিৎ এর বাইরেও দুই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এই খেলা নিয়ে ছিল নিদারুণ উদ্দীপনা।

Langulia 2 Baneshwari Junior High School and Burirhat Junior High School in Preeti Cricket Match

খেলা শেষে লাঙ্গুলিয়া ২ বানেশ্বরী জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত সরকার জানান, “পাশাপাশি দুই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ভাতৃত্ব বন্ধন দৃঢ় করা ও ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা তথা তাদের সার্বিক দৈহিক ও মানসিক বিকাশের জন্য আমাদের এই প্রয়াস”।

Langulia 2 Baneshwari Junior High School and Burirhat Junior High School in Preeti Cricket Match


বুড়িরহাট জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকার জানান, “ভবিষ্যতে দুই স্কুল মিলে ছাত্রছাত্রীদের জন্য আরো অনেক উৎসাহমূলক অনুষ্ঠান করার পরিকল্পনা চলছে”।