সত্যিই হল জল্পনা! অতীত সানিয়া, সানাকে বিয়ে করলেন শোয়েব

Soyeb and Sania


অবশেষে সত্যই হল জল্পনা। জীবনের নয়া ইনিংস শুরু করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik)। এটি তাঁর তৃতীয় বিয়ে।



ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের বরফ তখনও গলেনি। ভারত-পাকিস্তানের দুই ক্রীড়া ব্যক্তিত্বের প্রেম পরিণত হয় পরিণয়ে। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সাথে বিয়ে হয় পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের। এরপর কেটে গেল বহুদিন। সানিয়া শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এর মাঝেই দিনকয়েক আগে সানিয়ার সোশাল মিডিয়া পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। সানিয়া লিখেছিলেন সেই পোস্টে, ‘‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। কঠিনটাকেই বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন…জীবন সহজ নয়। এটা সব সময়তেই কঠিন।”



এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ওপেনের ধারাভাষ্য দিতে ব্যস্ত টেনিস সুন্দরী সানিয়া মির্জা। আর এদিকে প্রকাশ্যে এল শোয়েবের বিয়ের খবর। নিজের বিয়ের খবর নিজেই ইন্সটাগ্রাম হ্যাণ্ডেলে জানালেন শোয়েব। লিখলেন, ”অ্যান্ড উই ক্রিয়েটেড ইন পেয়ার্স।” কিছুদিন আগেই পাক মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেত্রী সানার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শোয়েব। এক বিজ্ঞাপনের শুটিং চলাকালীন তাঁদের প্রেম জমাট বাঁধে। শোয়েবের জীবনে নতুন করে এসেছেন সানা। অবশেষে সানা-শোয়েবের বিবাহ। এখন অতীত সানিয়া!