Latest News

6/recent/ticker-posts

Ad Code

কর্মী খুনে দোষীদের গ্রেফতারের দাবিতে গোসানিমারী বাজার বনধ রেখে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

কর্মীখুনে দোষীদের গ্রেফতারের দাবিতে গোসানিমারী বাজার বনধ রেখে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের


Trinamool Congress staged protest by shutting down Gosanimari market


সিতাই: 

তৃনমূল কর্মী খুনে দোষীদের গ্রেফতারের দাবিতে গোসানিমারী বাজার বনধ রেখে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এই বিষয়ে প্রতিক্রিয়া দেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। প্রসঙ্গত গতকাল তৃণমূল কর্মী খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অভিযোগ দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু বৈশ্য গতকাল দুপুরে গোসানিমারি বাজার থেকে বাড়ি আসলে ওই এলাকারই অভিযুক্ত মনোজ কুমার দে সরকার নামে এক ব্যক্তি বাবলুকে তার বাড়িতে ডাকে।

বাবলুর স্ত্রী দিপালী বৈশ্য আরো অভিযোগ করেন মনোজ নামের ওই ব্যক্তি তার স্বামীকে ডাকলে সেই সময় তার স্বামী মনোজদের বাড়িতে যায়। আর কিছুক্ষণ পরেই তার কাছে ফোন আসে তার স্বামী মারা গিয়েছে। বাবলুর স্ত্রী আরও অভিযোগ পত্রে উল্লেখ করে, যে সময় তার স্বামী মনোজ নামের ওই অভিযুক্তের বাড়িতে গিয়েছিল সেই সময় তার হাতে তিন লক্ষ টাকা, গলায় সোনার চেন এবং হাতে সোনার আংটি ছিল।

অভিযোগ মনোজ নামের ওই অভিযুক্ত ব্যক্তি এর আগেও বাবলুকে রাজনৈতিক উদ্দেশ্যে মারধর করেছিল এবং তার বুকের হাড় ভেঙে দিয়েছিল। গতকাল ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনহাটা থানার পুলিশ গতকাল সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এদিকে নিজেদের দলীয় কর্মীর খুনের অভিযোগে বিজেপিকে অভিযুক্ত করে গোসানিমারি বাজার বনধ রেখে অবস্থান বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসে সাধারণ সম্পাদক নূর আলম হোসেন ছাড়াও অন্যান্য নেতৃত্ব।

যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জেলা বিজেপির সম্পাদক অজয় রায় বলেন এই খুনের সঙ্গে বিজেপির কোন প্রকার সম্পর্ক নেই। তৃনমূল কংগ্রেস ইচ্ছে করেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে দিনহাটা থানায় মিথ্যে অভিযোগ করিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code