Mamata Banerjee: বড় খবর! বর্ধমানে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee


বর্ধমানে প্রশাসনিক সভা সেড়ে ফেরার পথে আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, বর্ধমান থেকে ফেরার পথে রাস্তায় তাঁর কনভয়এ হঠাৎই একটি গাড়ি ঢুকে পড়ে ফলে হঠাৎই ব্রেক কষায় মাথায় আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কনভয় রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়ের মাঝে হঠাৎ গাড়ি প্রবেশের ঘটনায় ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন।



জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি তাঁর কনভয়ে হঠাৎই ঢুকে পড়ে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হঠাৎ করেই একটি গাড়ি ঢুকে পড়ে। তড়িঘড়ি সজোরে ব্রেক কষেন চালক। আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায়। চোট কতটা গুরুতর তা জানা যায়নি। কিছু পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় কনভয়।




কলকাতা থেকে হেলিকপ্টারে বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশাসনিক বৈঠকে তাঁকে ফিরতে হল সড়কপথেই। খারাপ আবহাওয়ার কারণেই সড়কপথে ফিরতে হয় মুখ্যমন্ত্রীকে। আর তাতেই ঘটে বিপত্তি। 



গত বছরের জুলাই মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে কপ্টার বিভ্রাটে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির ক্রান্তি থেকে তখন বাগডোগরা পথে মাঝ-আকাশের প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্য়ে পড়ে তাঁর হেলিকপ্টার। সেবক সেনা ছাউনিতে কপ্টারটি জরুরী অবতরণ করে আর তখনই হাঁটুতে চোট পান তিনি।