দিনহাটা কলেজ হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

A person died after being hit by a train in the area adjacent to Dinhata College Halt Station


দিনহাটা:

দিনহাটা কলেজ হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকাল আনুমানিক দশটা দশ মিনিট নাগাদ দিনহাটা কলেজ হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় শিলিগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়।

জানা যায় মৃত ওই ব্যক্তির নাম তরুণচন্দ্র তালুকদার। তার বাড়ি দিনহাটা শহরের গোধূলিবাজার এলাকায়। এদিকে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশের আধিকারিকরা এবং দিনহাটা থানার পুলিশ।

এদিকে মৃত ওই ব্যক্তির ভাইপো সঞ্জীব তালুকদার জানান, ঘটনার পরে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারি যে কাকা তরুণচন্দ্র তালুকদার প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে বের হন,এমনকি আজ মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন।

ইতিমধ্যে রেলপুলিশ সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন নাকি ট্রেনের ধাক্কাতেই তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং দিনহাটা থানার পুলিশ।