স্কুল খোলা রয়েছে অথচ ছাত্রী নেই, জনসংযোগে বেরিয়ে অবাক কোচবিহারের জেলা শাসক


dm in school


দিনহাটা : স্কুল খোলা রয়েছে অথচ ছাত্রী নেই, বন্ধ রয়েছে মিড ডে মিল। জনসংযোগে বেরিয়ে একটি সরকারি স্কুলে ঢুকে এমনই অবস্থা চোখে পড়ল কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনার।

এদিন জনসংযোগের সময় দিনহাটা ১ নং ব্লকের মিশন গার্লস হাই স্কুলে ঢুকে পড়েন কোচবিহার জেলাশাসক। স্কুলে গিয়ে তিনি দেখেন স্কুল খোলা রয়েছে অথচ ছাত্রীদের ছুটি দেয়া হয়েছে ও মিড ডে মিল বন্ধ হয়েছে।

ছাত্রীদের ছুটি দেয়ার কারণ জেলাশাসক স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, যেহেতু স্কুলের মাঠে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের খেলা চলছে সেই কারণে মাইক বাজার জন্য স্কুল চালানো সম্ভব না, সেকারণের তিনি SI এর অনুমতি নিয়ে স্কুল ছুটি দিয়েছেন।

প্রধান শিক্ষিকার কাছে এমন কথা শুনে তৎক্ষণাৎ জেলা শাসক ফোন করেন ভারপ্রাপ্ত SI কে। কিন্তু জেলা শাসককে SI জানান তিনি এমন কোনো অনুমতি দেননি। যদিও জেলাশাসক জানান, এ ব্যাপারে তিনি প্রধান শিক্ষিকার লিখিত জবাব চাইবেন।