দীর্ঘদিনের দাবি পূরণ হল ধুপগুড়ি বাসীর, অকাল হোলিতে মাতলেন ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ

Dhupguri news


ধুপগুড়ি, জয়ন্ত বর্মণ

সালটা ছিল 2010 তখন থেকেই ধুপগুড়ির মানুষের নিত্যদিনের দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে হাতে গোনা কয়েকজন মিলে একের পর এক আন্দোলনের শামিল হয়েছিল ধুপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা। গত ধুপগুড়ি উপনির্বাচনে ধুপগুড়িকে মহকুমার দাবিতে আন্দোলন যেন আরো জোরালো রূপ নেয়। তৃণমূল মনোনীত প্রার্থী ডক্টরেট নির্মল চন্দ্র রায়ের হয়ে ভোট প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ৩১শে ডিসেম্বর এর মধ্যে ধুপগুড়ি কে মহকুমা ঘোষণা করার কথা প্রকাশ্য জনসভায় বলেন। এরপরে মুখ্যমন্ত্রীর মন্ত্রি সভাতে সেই বিল পাস হয়। পরবর্তীতে সময়সীমা পেরিয়ে গেলেও সরকারি নোটিফিকেশন জারি না হলে আবারো আন্দোলনে নামে ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। 



নবনির্বাচিত বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে, মহকুমার দাবিতে অবস্থান বিক্ষোভ করেছিলেন নাগরিক মঞ্চ। পরবর্তীতে একই দাবিতে অনশন আন্দোলনে সামিল হয়েছিল নাগরিক মঞ্চ। অবশেষে গতকালের সন্ধ্যা যেন ধুপগুড়ি নাগরিক মঞ্চের কাছে এক নতুন পালক জুড়িয়ে দেয়। আর আজ সকাল থেকেই খুশির হাওয়া নাগরিক মঞ্চের সদস্যদের। চোখে জল। রীতিমতো আবির খেলায় মাতলেন তারা। 




বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই নাগরিক মঞ্চের আন্দোলনকারীদের বিভিন্নভাবে রাজনৈতিক রং লাগানো অভিযোগ। অবশেষে এ জয় যেন তাদের জয় হল। গতকাল ধূপগুড়িকে মহকুমা ঘোষনা করেছে রাজ্য সরকার। প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। কথা দিলে কথা রাখে তৃণমূল.... মহকুমা ঘোষনার পর জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িকে মহকুমা ঘোষনার পর খুশির হাওয়া ধূপগুড়ি জুড়ে।