Narendrapur School: স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মার, তুলকালাম কাণ্ড নরেন্দ্রপুরের স্কুলে
শনিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের (Narendrapur School Viral Video) একটি স্কুলে। অভিযোগ, জনাকয়েক লোক স্কুলের ভিতরে ঢুকে তাণ্ডব চালান। শিক্ষক-শিক্ষিকারা প্রহৃত হন। এক শিক্ষিকা তাঁদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ। এমনকি, মারধরের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় শিক্ষক-শিক্ষিকারা স্কুলের প্রধানশিক্ষককেই দায়ী করেছেন।
অভিযোগ, প্রধানশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁর প্রশ্রয়েই জনাকয়েক বহিরাগত স্কুলে ঢুকে এই তাণ্ডব করেছেন। অন্য দিকে, প্রধানশিক্ষক এই ঘটনাকে ‘জনরোষ’ বলে অবহিত করেছেন। তবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হেনস্থার অভিযোগ নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে দাবি করেন প্রধানশিক্ষক।
ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় (Narendrapur School Viral Video) দেখা গিয়েছে, ওই স্কুলের ‘স্টাফ রুম’-এর লন্ডভন্ড ছবি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের জিনিসপত্র থেকে স্কুলের কাগজপত্র, বই খাতা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কান্নায় ভেঙে পড়ছেন শিক্ষিকারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊