Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Examination 2024 : মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার মামলা হাইকোর্টে

Madhyamik Examination 2024 : মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার মামলা হাইকোর্টে


Student

কয়েকদিন বাদে মাধ্যমিক পরীক্ষা আর তার আগে পরীক্ষার সময় বদল করে মধ্যশিক্ষা পর্ষদ। বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ এ পরীক্ষা শুরুর কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বোর্ড। আর এবার তা নিয়েই জল গড়াল আদালতে। এদিকে উচ্চমাধ্যমিক শুরু হতে বাকি এক মাসেরও কম সময়। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে নিয়ে আনা হয়। পরীক্ষার দিন থাকছে অপরিবর্তিত, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সময় মাধ্যমিক এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী।



সময় বদল না করে আবার পুনরায় পুরোনো সময়ে পরীক্ষা নেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হয় এই মামলা। সময় বদল হলে পরীক্ষার্থীরা বিপাকে পড়বে বলে জানিয়ে আগের সময়েই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন মামলাকারী।



আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪-র মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়। এবার সকাল ৯.৪৫ থেকে শুরু হবে আর শেষ দুপুর ১টায়। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতদিন পরীক্ষা শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়। সময় এগোনো নিয়ে আগেই শিক্ষামহলে দানা বেঁধেছিল বিতর্ক। এবার তার পৌঁছে গেল আদালতেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code